*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Docx নিয়ে সমস্যা ? MS Office Compatibility Pack

IT জ্ঞান আহরণের জন্য আপনি নিয়মিত Visit করুন http://www.itknowledgeschool.blogspot.com

Docx নিয়ে সমস্যা ?


MS Office soft এর ক্ষেত্রে MS Office 2007 এবং Office 2010Office 2013 এর যুগান্তকারী উন্নয়ন। এমনিতেই MS Office এর জনপ্রিয়তা দুনিয়াজুড়ে। তারউপর সম্প্রতি তাদের নতুন ভার্সনগুলোতে এনেছে বিরাট নতুনত্ব। তবে সমস্যা হল এ নতুন ভার্সনগুলোতে (অফিস ২০০৭ আর ২০১০) তৈরি ফাইলগুলো আগের ভার্সনগুলোতে খুলেনা। যেমন docx,docm, pppx ইত্যাদি। (MS Office 2007 বা 2010 এর  File extensionজানার জন্য ভিজিট করতে পারেন MS Office 2007 filename extensions MS Office file types।)


কিন্তু এখনতো অনেক ব্যবহারকারী আছেন যাঁরা Office 2003 বা তারো আগের ভার্সন ব্যবহার করতেছেন। ফলে এ সব ইউজাররা পড়েছেন বিপাকে। Microsoft কিন্তু তাদের প্রোডাক্ট ছাড়ার আগেই ইউজারদের সমস্যা নিয়ে চিন্তা করে। অফিসের নতুন ভার্সনগুলোতেও তার ব্যতিক্রম করেনি Microsoft। যদিও আজকাল docx ফাইল পড়ার জন্য বিভিন্ন পদ্ধতিতে আবিস্কার হয়েছে। তবে এগুলোর মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়না। কিন্তু Microsoft এরMS Office Compatibility Pack দিয়ে  এ জাতীয় সকল সমস্যার সমাধান করতে পারা যায়। শুধু তাই নয়Docx ফাইলের সমস্যার জন্য আমার কাছে এ সফটওয়ারটাই সবচেয়ে দারুন মনে হয়েছে। একজন ইউজার MS Office 2007 এবং 2010 ব্যবহার না করেও এর আগের ভার্সনগুলো দিয়ে ঐ সব ফাইল পড়া এডিটিং করা থেকে শুরু করে সব করতে পারবে। আর সফটওয়ারটি একদম ফ্রী এবং ব্যবহারেও কোন ঝামেলা নেই। ইন্সটল করলেই কাজ শেষ। এরপর ফাইলগুলোতে ডাবল ক্লিক করলেই খুলে যাবে।

MS Office Compatibility Pack সম্পর্কে জানতে বা ডাউনলোড করতে সাথে দেয়া সাইট বা নিচের লিংকগুলো ভিজিট করতে পারেন।

Download: MicrosoftSoftpediaFilehippoCNETSP3

Badiuzzaman ( Rubel )