অনেক সময় কম্পিউটারে দরকারি কোনো কাজের ছবি ( স্ক্রিনশট ) পর্দা থেকেই তুলে রাখার প্রয়োজনে পড়তে পারে। কম্পিউটারে কোনো কাজের তাৎক্ষণিক ছবি কাউকে দেখাতে চাইলে সহজে কাজটি করতে পারেন। উইন্ডোজ সাত অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা স্টার্ট মেনুতে গিয়ে Snipping Tool লিখুন। প্রোগ্রামটি চালু হলে পর্দাজুড়ে ধূসর ছায়া দেখা যাবে।
এবার কম্পিউটারের যে অংশের ছবি নেবেন, মাউসের ডান বোতাম চেপে ধরে সেটি নির্বাচন করে নিন। পুরো অংশ নেওয়া হলে যে অংশ নির্বাচন করেছেন, স্নিপিং টুলে সেটিকে দেখাবে। প্রয়োজনমতো আকারে ছবিটি নিয়ে সেভ বোতাম চেপে সংরক্ষণ করতে পারবেন। আবার নতুন করে ছবি তুলতে চাইলে New চেপে আগের মতো মাউস দিয়ে নির্দিষ্ট জায়গা নির্বাচন করতে হবে।
