আসলামুআলাইকুম
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আমি টেকমাস্টার ব্লগের নতুন সদস্য । এটি আমার প্রথম পোস্ট । পোস্টের মধ্য কোন ভুলভ্রান্তি হলে তা ক্ষমার চোখে দেখবেন ।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে । আজ আমি আপনাদের এমন একটি সফট্ওয়ার উপহার দিব যার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন ধরনের সফট্ওয়ার ইডিট করতে পারবেন । এই সফট্ওয়ারটির নাম হল Install Creator . আপনারা এই সফট্ওয়ারটির মাধ্যমে কম্পিউটারের EXE Games, Exe Softwere ইডিট করে নিজের মনের মত সাজিয়ে নিতে পারবে ।
মাত্র 3.72 মেগাবাইটের সফটওয়ারটির ফিচার গুল দেখেই নিই একনজরে ।
সুবিধাদিঃ
সুবিধাদি | ইনষ্টল ক্রিয়েটর | ইনষ্টল ক্রিয়েটর |
---|---|---|
সবকিছুই সংকুচিত এবং সহজেই এক্সিকিউটেবল ফাইল বিতরনযোগ্য | ||
সকল সেটাপ প্রোগ্রাম এর মত মান অনুসরন করে | ||
ইনষ্টলার এর ডায়ালগ বক্স সম্পাদনযোগ্যতা | ||
ষ্টার্ট মেনুতে আইকন ও ফোল্ডার তৈরী, ডেস্কটপেও আইকন তৈরী | ||
স্বয়ংক্রিয়ভাবে ফন্ট সেটাপের সুবিধা | ||
স্বয়ংক্রিয় ActiveX কন্ট্রোল সেটাপ | ||
স্বয়ংক্রিয় স্ক্রীনসেভার এর সুবিধা | ||
DLL ইনষ্টল ও রিমোভের সুবিধা | ||
সেটাপ শেষে টেক্সট ফাইল প্রদর্শন, ওয়েব পেজ কিংবা কোন প্রোগ্রাম সচল করা | ||
আনইনষ্টলের সময় রেজিষ্ট্রি থেকে সকল কি মোছার সম্পূর্ন ক্ষমতা | ||
একাধিক ভাষার ব্যবহার ও প্রয়োগ | ||
একই সাথে একাধিক ইনষ্টলেশান | ||
ইনষ্টলের সময় পাশওয়ার্ড প্রোটেকশান ব্যবস্থা এবং নিবন্ধন কোড প্রবেশের সুবিধা | ||
সার্ভার থেকে ফাইল ডুনলোডের সুবিধা | ||
ফাইলটি ব্যবহৃত হচ্ছে কিনা তা যাচাইয়ের সুবিধা | ||
ইনষ্টল করতে উইন্ডোজের ভার্শন সিলেক্ট করার সামর্থ্য |
সিষ্টেম রিকয়ারামেন্টঃ
Windows 95 OSR-2, 98, Me, NT 4, 2000, XP, Vista or 7. or 10
তাহলে আর দেরি কেন সফট্ওয়ারটি ডাউনলোড করতে ক্লিক করুন
বিস্তারিত ক্লিকটিমের সাইটে