সবাই কেমন আছেন ? আমরা মোটামুটি সবাই কমবেশি গান শুনতে ভালবাসি। আর এই গানের সাউন্ড বৃদ্ধি করার জন্য একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হয়। এতদিন এই অ্যাম্পলিফায়ার দিয়ে শুধুই বেশি সাউন্ডে গানই শুনেছেন। কখনো কি এটি ব্যবহার করে বেশি সাউন্ডে আপনার কথা গুলো শুনেছেন ? না শুনলে এখনই কাজ শুরু করে দেন। এর জন্য যে কোন ওয়াটের অডিও অ্যাম্পলিফায়ার থাকলেই চলবে। এবার নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুনঃ
- 10 কিলোওহমের রেজিস্ট্যান্স দুইটি
- 104 নাম্বারের Pf দুইটি
- 100 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি
- BC547 এই নাম্বারের ট্রানজিস্টর একটি
- এইটি MIC
- একটি ভেরো বোড
- তিন থেকে নয় ভোল্টের মধ্যে যেকোন ব্যাটারী
প্রথমে ভেরো বোডকে মাইক্রোফোনের সমান করে কেটে নিন। এবার এর এক পাশে নিচের চিত্রের মত করে সংযোগ দিন।