*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

মুভির যেকোন সাবটাইটেল তৈরী হবে নিজের হাতেঃ স্বপ্ন নয় সত্যি

আজ আমারা নিজেরাই মুভির সাবটাইটেল বানাবো।
আমাদের অনেকের প্রিয় মানুষের কিছু স্মৃতি বিজড়িত ছবি থাকলে সেগুলোর মধ্যে কিছু ইফেক্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এখন আপনি ওঁই ভিডিওর নিচে মনের কথা গুলো দিয়ে সাবটাইটেল তৈরি করে যোগ করতে পারেন। তারপর তা আপনার মনের মানুষকে গিফট দিয়ে দেন :)
চলুন কথা না বাড়িয়ে কাজে যাই…………
প্রথমে নোটপ্যাড অথবা যেকোন টেক্সট এডিটর ওপেন করুন। তারপর নিচের চিত্রের মত লিখুন। ব্যাখ্যাটাতে একটু পরে আসছি :)
এই বার নোটপ্যাডটি .srt extension দিয়ে সেভ করতে ফাইল>>সেইভ এজে ক্লিক করুন।
অতঃপর ফাইল নেম, সেইভ এজ টাইপ, এনকোডিং টাইপ চিত্রের মত সিলেক্ট করে সেইভ করুন
আমাদের সাবটাইটেল রেডি :) । এখন সেভ করার পর subtitle টি আপনার ভিডিও চালু করে ড্রাগকরে ভিডিও উপর ছেড়ে দেন।
দেখুন সাবটাইটেল দেখানো শুরু করেছে

এখানে
1 = Subtitle এর সংখ্যা
00:00:01, 177 –> 00:00:46, 668 = ঘন্টাঃ মিনিটঃ সেকেন্ড, মিলিসেকেন্ড ঘন্টাঃ মিনিটঃ সেকেন্ড, মিলিসেকেন্ড
(অর্থাৎ ভিডিও এর নিচে যে সময় থেকে যে সময় পর্যন্ত সাবটাইটেল টি শো করবে)
<i> = সাব টাইটেলের ফন্ট ইতালিক ভাবে দেখাবে তার কমান্ড
all the emotions is alwyz under control of mine = এই অংশই subtitle হিসাবে দেখাবে
</i> = ইতালিক কমান্ডের এন্ডিং

এখানে,
<i> all the emotions is alwyz under control of mine </i> দিলে italic করে দেখাবে
all the emotions is alwyz under control of mine

<p> all the emotions is alwyz under control of mine </p> দিলে paragraph করে দেখাবে
all the emotions is alwyz under control of mine

<b> all the emotions is alwyz under control of mine </b> দিলে করে Bold দেখাবে
all the emotions is alwyz under control of mine

<u> all the emotions is alwyz under control of mine </u> দিলে underline করে দেখাবে
all the emotions is alwyz under control of mine

<i> <u> all the emotions </u> </i>
<b> is alwyz under control of mine </b>

এইটা দিলে, অর্থাৎ……
তখন দেখাবে, এই রকম………

all the emotions
is alwyz under control of mine
এই ভাবে আপনি সম্পূন্ন ভিডিওতে সময় অনুযায়ী ভাগ করে সাবটাইটেল তৈরি করে নেন।
আমরা পরে বাংলায় সাবটাইটেল তৈরি করব। এই পদ্ধতিতে বংলায় সাবটাইটেল তৈরি করা যায় না। কারন নোটপ্যাড ANSI, UNICODE ফন্ট সাপোর্ট করলেও media player করে না। তাই বাংলায় সাবটাইটেল এই পদ্ধতিতে করা যায় না বা করলেও মিডিয়া প্লেয়ার গুলায় তা শো করে না :( কিন্তু বাংলায় সাবটাইটেল না দিলে কি মন ভরে, মনের কথাতো বাংলায় বলতে হয়। তাই আগামী পোস্টে বাংলায় সাবটাইটেল বানাবো :)

Badiuzzaman ( Rubel )