*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

তড়িৎ গতিতে খুলুন পিসিঃ উইন্ডোজ এক্সপি/ ৭/ ভিস্তা স্টার্টআপ প্রোগ্রাম নিষ্ক্রীয় করে

নিত্যদিনের কাজে পিসিতে আমরা নানান ধরনের সফটওয়ার সেটাপ দিয়ে থাকি, এর মাঝে কিছু আছে সব সময় ব্যবহার হয়(যেমনঃ অভ্র, ইন্টারনেট সিকিউরিটি প্রোগ্রাম, ম্যাসেঞ্জার ইত্যাদি) আর বাকিগুলো কদাচিত(বিভিন্ন প্রোগ্রাম আপডেটার, ইমেজ এডিটিং টুলস, মোবাইল কানেকশানের জন্য পিসি সুইট ইত্যাদি)। তা এর সফটওয়ার যে সেটাপ করছেন এর উধিকাংশই উইন্ডোজ লদ হবার সাথে সাথে ওপেন হচ্ছে ব্যাক ইন্ডে, যা পিসির চালুর হওয়া থেকেক শুরু করে অনেক কাজকেই স্লথ গতির করে দিচ্ছে )। আজকে আমাদের Rubel vai  দেখাবেন সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে এসব ঝামেল মুক্ত করবেন তাও বাড়তি সফটওয়ার ছাড়া….
স্টার্টআপ প্রোগ্রাম নিষ্ক্রীয় করার পদ্ধতিঃ
১. স্টার্ট মেনু থেকে RUN এ যান বা CTRL+R চাপুন
২.  msconfig লিখে ওকে করুন বা Enter চাপুন।
৩. system configuraton নামে নতুন একটি উইন্ডো আসবে। স্টার্টআপ এ গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর টিক উঠিয়ে দিয়ে ওকে করুন।

৪. রিস্টার্ট করলেই দেখব প্রোগ্রামগুলো start up এ ওপেন হচ্ছে না।
আবার প্রয়োজনমত টিক দিলেই প্রোগ্রাম চালু হবে ।

Badiuzzaman ( Rubel )