*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

RAM নিয়ে সমস্যা ?

একটি কম্পিউটার চলার পেছনে যেসব কাজকারবার হয় সেসব দেখার জন্য টাস্ক ম্যানেজার নামে উইন্ডোজের নিজস্ব একটি প্রোগ্রাম আছে। চলমান সব প্রোগ্রাম, প্রসেস, সার্ভিসের তালিকাসহ এগুলোর কোনটা কতটা RAM বা মেমোরি ব্যবহার করছে, সেগুলো ব্যবস্থাপনার কাজ করা যায় এ দিয়ে। উইন্ডোজের মেমোরি ব্যবহারের বর্তমান অবস্থা দেখতে হলে Ctrl+Shift+Esc একসঙ্গে চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। আবার টাস্কবারে ডান ক্লিক করে Start Task Manager অপশনটিও বেছে নিতে পারেন।

টাস্ক ম্যানেজার চালু হলে প্রসেস ট্যাবে ক্লিক করুন। বর্তমানে চালু থাকা কম্পিউটারের সব প্রসেস দেখা যাবে। নিচের দিকে থাকা Show processes from all users অপশনে ক্লিক করলে সম্পূর্ণ তালিকাটা পাওয়া যাবে। এবার মেমোরি লেখা কলামটিতে ক্লিক করলে প্রসেসগুলো নিজেদের ব্যবহৃত মেমোরি অনুসারে সাজানো থাকবে। যেটি সবচেয়ে বেশি মেমোরি খরচ করছে, সেটি থাকবে সবার ওপরে। এখান থেকে খুঁজে বের করা যাবে কোন প্রোগ্রামটি সবচেয়ে বেশি মেমোরি ব্যবহার করছে। তখন সেই প্রোগ্রাম বা অ্যাপলিকেশনটি বন্ধ করে দিন। কোনো কারণে বন্ধ না হলে প্রসেস তালিকায় থাকা প্রোগ্রামটিতে ডান ক্লিক করে End Process অপশনে ক্লিক করে তা করা যাবে। তার আগে নিশ্চিত হয়ে নিন, চলমান প্রোগ্রামটি আপনার পরিচিত এবং বন্ধ করে দিলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি চলতে সমস্যা হবে না। উইন্ডোজ টাস্ক ম্যানেজারে থাকা পারফরম্যান্স ট্যাবে ক্লিক করলে পুরো সিপিইউ এবং র‌্যামের বর্তমান মেমোরি ব্যবহারের গ্রাফ দেখা যাবে।

একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালানো বা ভারী কোনো অ্যাপলিকেশন ব্যবহারের সময় কম্পিউটার যদি প্রায়ই জমে বা আটকে যায়, তাহলে বুঝতে হবে কম্পিউটারে ইনস্টল করা মেমোরিতে হয়তো সমস্যা আছে। এ ক্ষেত্রেও মেমোরি ডায়াগনস্টিকস টুল নামে উইন্ডোজের নিজস্ব একটি প্রোগ্রাম আছে, যেটি র‌্যামে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে স্টার্ট বোতামে ক্লিক করে কিবোর্ডে লিখুন mdsched এবং এন্টার চাপুন। অথবা Windows Key + R চেপে সেখানে লিখুন mdsched.exe এবং এন্টার চাপুন। এভাবে উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক টুলটি চালু হবে। এখানে দুটি অপশন পাওয়া যাবে। এর যেকোনো একটি অপশন চেপে কম্পিউটার বন্ধ করে আবার চালু (রিস্টার্ট) করুন। কম্পিউটার চালু হওয়ার সময় নিজে থেকেই মেমোরি পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।




Badiuzzaman ( Rubel )