*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

উইন্ডোজ ৭ এ ইউজার নেম পরিবর্তন হবে সহজেই

অনেকেই হয়তো বিভিন্ন সময় পিসির ইউজার নেম পরিবর্তনের সমস্যায় ভূগেন, যা কিনা টেকপ্রেমী ভাল মানুষ আজকে তার ব্লগপোষ্টে দেখিয়ে দিবেন খুব সহজেই ইউজার নেম পরিবর্তন পদ্ধতি।
মাঝে মাঝে পিসির নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে কিন্তু না জানার কারনে অনেকে সময় সেই নামেই চলতে হয়। অথবা উইন্ডোজ সেটাপ দেয়ার সময় নাম পরিবর্তন করতে হয়। যাই হোক এখন দেখেন কি ভাবে খুব সহজে কম্পিউটারের নাম পরিবর্তন করতে হয়।
এটা শুধু মাত্র উইন্ডোজ সেভেনের জন্য প্রযোজ্য।
ইউজার নেম পরিবর্তন পদ্ধতিঃ
১. প্রথমে Computer-এ ডান বাটন ক্লিক করে প্রোপারটিজ-এ যান।

২. তার পর change settings এ ক্লিক করুন।

৩. তারপর change বাটনে ক্লিক করুন।

৪. তারপর চিহ্নিত স্থানে ইচ্ছে মত নাম দিন।
৫. তারপর ok দিয়ে রিস্টার্ট করুন।

Badiuzzaman ( Rubel )