ইলেক্ট্রিক্যাল এ পড়াশুনার পাশাপাশি বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার এর রিভিউ লিখা ও বিভিন্ন প্রসেসর, গ্রাফিক্স কার্ড ইত্যাদির বেঞ্চমার্ক করা (সহজ বাংলায় এক একটা হার্ডওয়্যার এর সাথে অন্যটির পার্থক্য ও পারফরমেন্স ইত্যাদি বের করা) মূলত যার কাজ, তার কাছ থেকে জানবো জিপিউ ও র্যাম এর গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার
বিষয় মুলত ২ টি।
DDR3 1333 BUS এবং DDR3 1600 BUS and 1866/2133/2400
GPU এর DDR3 1GB / 2GB /4GB এবং 1GB / 2GB DDR5
RAM আমাদের অনেকের ধারনা 1600 Bus RAM , 1333 bus RAM থেকে শক্তিশালী ,1866 bus RAM আরও বেশি , এমন ভাবে 2133 এবং 2400 বাস রাম পর্যায়ক্রমে বেশি পারফরমেন্স দেয় । কথাটি কিছুটা হলেও সত্য , তবে
কততুকু বেশি পারফরমেন্স দেয় , সেটা অনেকেই জানিনা। আপনারা এই বিষয়ক ভিডিও youtube পাবেন , তবে এখানে ব্যাক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হবে।
কততুকু বেশি পারফরমেন্স দেয় , সেটা অনেকেই জানিনা। আপনারা এই বিষয়ক ভিডিও youtube পাবেন , তবে এখানে ব্যাক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হবে।
আপনি যেই প্রসেসর চালান না কেন , তার র্যাম ব্যাবহার করার একটি নির্দিষ্ট ক্ষমতা আছে , যেমন core i3 3rd gen 1600 Bus এর বেশি Utilize (ব্যাবহার) করতে পারেনা , i5 3rd gen এর ক্ষেত্রে ১৬০০ বাস এবং Core i7 এর ক্ষেত্রে 1866 পর্যন্ত র্যাম ব্যাবহার করতে পারে । তবে এইসকল Bus speed মুলত আমাদের জন্য না , এইগুলো AMD এর internal GPU (APU Series) processor এর জন্য , যেগুলো র্যাম থেকে ভিডিও মেমোরি শেয়ার করে এবং যারা অই internal মেমোরি তে গেম খেলবে এবং কোন প্রকার GPU ইউজ করবেনা , এই বাস স্পিড মুলত তাদেরি কাজে লাগে আর বিভিন্ন প্রোফেশনাল কাজকর্ম ,যেমন ; 3D rendering / Android গেম development , / 3D modeling ইত্যাদি কাজের ক্ষেত্রে নরমাল র্যাম এর তুলনায় কাজের গতি ভাল পাওয়া যায়
র্যামের ব্যাপারে সারাংশ হল এই যে আপনি আপনার AMD কিংবা INTEL এর প্রসেসর এ 1333 bus এর উপরে যত upgraded র্যাম use করেন না কেন , আপনি গেমিং এ এই র্যাম এর বাস স্পিড এর পার্থক্য বিন্দু মাত্র বুঝতে পারবেন না , কথা টা আশ্চর্য জনক হলেও সত্য , আমি অনেক কেই দেখি ১৫ – ১৬ হাজার টাকা খরচ করে corsair vengeance 1600 bus র্যাম কিনে , ৪৫০০ টাকা দিয়ে , যেখানে সে ৩৫০০ টাকায় twinmos র্যাম কিনতে পারে , অথচ এই দুই র্যাম এ সে গেমিং এ একদম same পারফরমেন্স পাবে , ওই Vengeance র্যাম কিনলে সে twimos থেকে বিন্দুমাত্র বেশি কোন পারফরমেন্স পাবেনা । এমনকি 1866 / 2133/2400 বাস এর র্যাম ব্যাবহার করে সে 1333 থেকে বেশি কোন পারফরমেন্স পাবেনা, একেবারেই সমান সমান পারফরমেন্স পাবে সে । কেননা এই bus স্পিড গেমিং এ খুব এক্টা বেশি ব্যাবহার করা হয় না, হ্যাঁ , কিছু পার্থক্য পাবেন যা অতি নগণ্য ,
যেমন ১৩৩৩ বাস ৮ জিবি তে আপনি কোন গেম এ ৬০ fps পাবেন। Corsair vengeance 8 GB DDR3 1600 bus র্যাম এ আপনি ৬০-৬১-৬২ fps পাবেন , এই ১-২ FPS er জন্য যদি কেউ ১০০০ টাকা – ২০০০ টাকা বেশি খরচ করতে চান , এটি নিতান্তই তার ব্যাক্তিগত বেপার , আর এই ১-২ FPS এর পার্থক্য মানব চোখে কত টুকু পার্থক্য তৈরি করবে , এটা আপ-নাদের বিবেচনার জন্য রেখে দিলাম
পরিশেষে যারা এতো টাকা খরচ করে Corsair vengeance 1600 bus/ G skill ripjaws 2400 bus . Corsair Dominator , XXXX ব্র্যান্ড এর ১৬০০ বাস র্যাম কেনার জন্য পাগলামি করেন কিংবা ভাবেন যে ওইটা নিলে আমার গেম অনেক ভাল চলবে ,পিসি অনেক ফাস্ট হবে, ইত্যাদি ইত্যাদি , তাদের জন্য আমার সমবেদনা রইল
জিপিউ :
অনেকেই আমরা ভাবি যে ১ জিবি DDR3 GPU এর থেকে ২ জিবি DDR3 ভাল , 4 GB DDR3 আরও ভাল , 1 GB DDR5 থেকে ২ GB ddr3 / 4gb DDR3 ভাল
এটা সম্পূর্ণ ভুল ধারনা এবং ভিত্তিহীন , আপনি গেমিং এ DDR3 card GPU ইউস করলে , ১ GB DDR3 যথেষ্ট , গেমিং এ 2 GB DDR3 / 4 GB DDR3 টাকার অপচয় ছাড়া কিছুই না , কেননা 5450 / 6450 / 6570 / 6670 এর ১জিবি ভার্সন থেকে এইগুলা ২জিবি ভার্সন ১% ও পারফরমেন্স বৃদ্ধি করে না,
যেমন ; Nvidia 630 1 GB ddr3 তে আপনি যেই পারফরমেন্স পাবেন , 4 GB DDR3 তেও সেই পারফরমেন্স পাবেন । কোন কিছু কম বেশি পাবেন না ,
১ জিবি DDR5 GPU always better than 4 GB DDR3/2 GB DDR3 ,এটা অনেকেই হয়ত জানিনা , আবার কিছু কিছু DDR5 কার্ড আছে , যেগুলোর ২জিবি DDR5 অর্থহীন
7770 1GB DDR5 vs 7770 2GB DDR5 (Same performance)
7790 1GB DDR5 vs 7790 2GB DDR5 II
R9 270X 2GB DDR5 VS R9 270X 4GB DDR5 II
7790 1GB DDR5 vs 7790 2GB DDR5 II
R9 270X 2GB DDR5 VS R9 270X 4GB DDR5 II
এইসকল জিপিইউ গুলোর ২ জিবি আর ৪ জিবি ভার্সন একইরকম Perform করে , কেননা এইগুলর ১ জিবি তেই এদের Highest পারফরমেন্স পাওয়া যায় । বাকি ১ জিবি আর কাজে লাগে না, এবং ২৭০এক্স এর জন্য ২জিবি ই যথেষ্ট , ৪ জিবি এর জন্য টাকা নষ্ট করা তার ব্যাক্তিগত ব্যাপার ।
পরিশেষে এটাই বলব যে DDR3 card এর ২ জিবি ভার্সন / ৪ জিবি ভার্সন এর জন্য পাগলামি আসলেই হাসকর , DDR3 1GB card এর ৫৫০ এমবি আমি ব্যাবহার করতে পেরেছি ।
এই লেখা গুলোর উদ্দেশ্য যারা এসব ব্যাপারে নতুন, তাদেরকে সতর্ক করা , যাতে তারা ভুল তথ্য তারা প্রতারিত \ প্রলোভিত না হতে পারে , আমার কথা গুলোর সবগুলোর প্রমান আপনারা বিভিন্ন ফোরাম আর youtube এর ভিডিও তে পাবেন। আজ এই পর্যন্তই । ভাল থাকবেন আপনারা