*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ফাইল কম্প্রেস এবং ডিকম্প্রেসের জন্য সেরা সেভেন জিপ

ফাইল কম্প্রেস আর ডিকম্প্রেসের জন্য ব্যবহার করুন 7 Zip. এছাড়াও এর আরো যে যে ফিচার রয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো,
৭জিপ এর ফিচারসমূহ একনজরেঃ
  • অতী উচ্চ অনুপাতে কম্প্রেশান ৭জেড ফরমেটে
  • যে যে ফরমেট খুলতে ও বাধতে পারে  ৭জেড, এক্সজেড, বিজেডয়াইপি২, জেজিপ, টার, জিপ, উইম(7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM)
  • আরো আনপ্যাক করতে পারে ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR ও Z ফরমেট।
  • শক্তিশালী এনক্রিপশান
  • উইন্ডোজের শেলের সাথে ইন্টিগ্রেটেবল
  • শক্তিশালি ফাইল ম্যানেজার
  • ফাইল ডিকম্প্রেসের ক্ষেত্রে এরর করেনা বললেই চলে যা উইন রারে দেখা যায়
  • ৭জেড ফরমেটে সর্বোচ্চ কম্প্রেশান লেভেল
  • ৭৯ টি ভাষা বিদ্যমান, এমনকি বাংলাও আছে :)
প্রথমে এখান থেকে ফাইলটা নামান। তারপর ধাপে ধাপে ইনষ্টল করুন।
ধাপ ১
ধাপ ১

ধাপ ২
ধাপ ২
ফিনিস
ফিনিস
প্রথমে 7-Zip কনফিগার করে নিন। এর জন্য যে কোন একটি ফাইলে গিয়ে রাইট ক্লিক করে 7-Zip সিলেক্ট করে Add to archive এ ক্লিক করুন।

কনফিগার
কনফিগার


Zip ফরমেটের জন্য নিচের ছবির মত সব সিলেক্ট করুন । এটি হাইলি কম্প্রেসের জন্য সিলেক্ট করা
Zip ফরমেট
Zip ফরমেট


7z ফরমেটের জন্য নিচের ছবির মত সব সিলেক্ট করুন  । এটি হাইলি কম্প্রেসের জন্য সিলেক্ট করা

7z ফরমেট
7z ফরমেট
এখন যে ফাইলটি কম্প্রেস করতে চান তাতে রাইট ক্লিক করে Zip ফরমেটে চাইলে নিচের ছবির মত করে দিন

Zip ফরমেট
Zip ফরমেট



কম্প্রেসিং
কম্প্রেসিং
আর 7z  ফরমেটে করতে চাইলে নিচের ছবির মত করে দিন।


7z ফরমেট
7z ফরমেট

কম্প্রেসিং
কম্প্রেসিং

দেখুন মূল  ফাইল , Zip  ফাইল আর 7z ফরমেটের ফাইল।

এবার তিনটির প্রোপারটিজ দেখুন ,এবার আপনার ইচ্ছা আপনি কোন ফরমেটে ফাইল কম্প্রেস করবেন

ফাইল ফরমেট
ফাইল ফরমেট
কোন ফাইল ডিকম্প্রেস করতে চাইলে ফাইলের উপর রাইট ক্লিক করে নিচের ছবির মত করে দিন। ডিকম্প্রে হয়ে যাবে


ডিকম্প্রেস
ডিকম্প্রেস

আশা করা যায় এই ব্লগপোষ্ট পড়ার পর আর অন্য কোন কম্প্রেশান সফট ইউজ করা লাগবেনা
ও হা ভাল লাগলে লাইক কিংবা কমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না যেন :)

Badiuzzaman ( Rubel )