*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

মাত্র ২০-২৫ টাকায় ১২৫ ফিট রেঞ্জের এফএম ট্রান্সমিটার

 মজার বিষয় ইলেকট্রনিক্স। আর আজকে এই বিভাগে টেকপ্রেমী রুবেল  আমাদের দেখাবেন কিভাবে খুবই স্বল্প খরচে একটি এফএম ট্রান্সমিটার তৈরী করা যায়, তাহলে আর দেরী না করে এখনি যোগ দিন তার সাথে..
সবাই কেমন আছেন? অনেকে হয়তো এফএম ট্রান্সমিটার বানানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ! অনেকে হয়তো সার্কিট দেখেই বানানোর সাহস পাননি ! অনেকে হয়তো সবগুলো কম্পোনেন্ট খুজে না পেয়ে বানাতে পারেননি ! আবার অনেকে হয়তো নতুন ! সমস্যা কি আমিতো আছিই
এই সার্কিটে যেই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুরচা ভাবে কিনতে গেলে মোট ২০ টাকা এর মত লাগতে পারে !যদিও আমার ১০ টাকাতেই হয়ে যায় ! যাইহোক আর কথা না বলে কাজে চলে আসি !
এই ছোট এফএম ট্রান্সমিটার বানাতে গেলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
  • 22n বা 223 নাম্বারের pf একটি !
  • 10 নাম্বারের pf একটি !
  • 47 নাম্বারের pf একটি !
  • 1n বা 102 নাম্বারের pf একটি !
  • 1uf 50v এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • 47 ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 4.7 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • 22 কিলো ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • BC547 এই মানের ট্রানজিস্টর একটি !
  • 6 পাকের একটি Tank কয়েল যা 20 অথবা 22 গেজের তামার তার দিয়ে একটি কলমের ওপর পেচিয়ে বানাতে হবে !
  • একটি MIC যা পুরাতন ক্যাসেট প্লেয়ারে অথবা মোবাইলের হেড ফোনে পাবেন !
  • একটি অন অফ সুইচ একটি !
  • 6 ভোল্টের ব্যাটারী একটি !
  • 15 থেকে 20 হাত তার যা এন্টেনা হিসাবে ব্যবহৃত হবে !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
সার্কিট ডায়াগ্রামঃ
TTC Tunes
কম্পোনেন্ট গুলো মোটা কাগজে অথবা ভেরো বোডে লাগিয়ে সংযোগ দিতে পাররেন ! সংযোগ দেওয়া হয়ে গেলে একটি FM Radio অন করে টিউনিং করুন ! দেখবেন Radio তে শো শো শব্দ অফ হয়ে গেছে ! এবার MIC তে কথা বলুন ! দেখবেন ওই কথা Radio তে শোনা যাচ্ছে !
একটু লক্ষ্য রাখবেন :
  • Radio তে যদি আপনার তৈরীকৃত স্টেশন না ধরে তাহলে Tank কয়েল নারাচার করে Radio তে আবার টিউনিং করবেন !
  • যদি মোবাইলের Radio ব্যবহার করেন তাহলে অটো সার্চ দিয়ে চেনেল খুজে নাও পেতে পারেন ! এক্ষেত্রে 87.5 থেকে 108 MHZ পর্যন্ত আস্তে আস্তে ম্যানুয়ালী টিউনিং করতে হবে !


Badiuzzaman ( Rubel )