কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত যন্ত্রাংশকে অপারেটিং সিস্টেমের সঙ্গে পরিচিত করার জন্য যন্ত্রের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করা হয়। এগুলোকে ড্রাইভার সফটওয়্যার বলে। অনেক সময় ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের নির্ধারিত মডেলের ড্রাইভার সফটওয়্যার না থাকলে বা হারিয়ে গেলে পরবর্তী সময়ে অপারেটিং সিস্টেম হালনাগাদ করলে আবারও ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয়। তাই ভালো হয় সঠিক উপায়ে এটিকে সংরক্ষণ করলে। ডাবল ড্রাইভার নামের ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে এ সমস্যার সম্পূর্ণ সমাধান করা যায়। এ ক্ষেত্রে কম্পিউটারে ইনস্টল থাকা ড্রাইভারগুলোকে সংরক্ষণ (ব্যাকআপ) করে প্রয়োজনে সেগুলোকে কাজে লাগানো যাবে। বিনা মূল্যে ব্যবহারোপযোগী সফটওয়্যারটি www.boozet.org/dd.htm—এই ঠিকানা থেকে (২.৬ মেগাবাইট) নামিয়ে নিন। এটি বহনযোগ্য, তাই আলাদাভাবে ইনস্টলের দরকার পড়ে না। এবার ফোল্ডারে ঢুকে dd.exe ফাইলে ডান ক্লিক করে Run as administrator চেপে সেটি খুলুন। এবার সফটওয়্যারগুলোকে সংরক্ষণ করতে Backup বোতাম চেপে Scan Current System-এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করলে ইনস্টল থাকা যন্ত্রাংশের তালিকা দেখা যাবে। চাইলে Save বোতাম চেপে তালিকায় থাকা ড্রাইভারের নামগুলো টেক্সট ফাইল হিসেবে সংরক্ষণ করা যাবে। এতে করে যন্ত্রাংশের সফটওয়্যারের সংস্করণ, তৈরির সময় ও প্রস্তুতকারকের নাম জানা যাবে। তালিকায় অপারেটিং সিস্টেমের সঙ্গে ইনস্টল থাকা ড্রাইভারগুলো স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকবে। লক্ষণীয় যে, এখানে গুরুত্বপূর্ণ ও যেগুলো মাইক্রোসফটের সফটওয়্যার নয় (নন-মাইক্রোসফট) এবং যেগুলো ছাড়া অধিকাংশ যন্ত্র সঠিকভাবে কাজ করবে না, শুধু সেসব যন্ত্রাংশের তালিকা দেখা যাবে। এরপর চাইলেই তালিকা থেকে পছন্দমতো সফটওয়্যার বাছাই করে নেওয়া যাবে। বাছাই শেষ করে Backup Now-তে ক্লিক করুন। এবার Destination থেকে যেখানে সংরক্ষণ করবেন, সেখানকার অবস্থান দেখিয়ে দিন। Output থেকে Single file self extract (executable) নির্বাচন করে OK চাপুন। কিছুক্ষণ সময় নেবে কাজটি সম্পন্ন হতে। কাজ শেষ হলে সফটওয়্যারটি বন্ধ করে দিন। এবার যেখানে ব্যাকআপ রেখেছিলেন, সেখানকার ফাইলে ডাবল ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করলে সেগুলো নিজের থেকে কম্পিউটারে ইনস্টল (রিস্টোর) হয়ে যাবে, আলাদাভাবে আর কিছু করতে হবে না।