আমরা যখন কোন সফটওয়ার ইনস্টল করতে চাই তখন আমাদেরকে তা স্বাভাবিকভাবে ইনস্টল করতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ ইনস্টল আমাদের কাজ দেয়না। প্রয়োজন হয় সাইলেন্ট ইনস্টলের। সাইলেন্ট ইনস্টল মানে যা অটোমেটিক বা এক ক্লিকেই ইনস্টল হয়ে যায় । যেমন আমরা যদি খুব দ্রুত ইনস্টলের কাজটা করতে চায় কিংবা উইন্ডোজের সিডি তৈরি করে তাতে পছন্দের সফটওয়ার এড করতে চায় তখন সাইলেন্ট ইনস্টলের বিকল্প নেই।
উইন্ডোজের সিডিতে সাধারণ সফটওয়ারগুলো এড করে দিলে তা অটোমেটিক ইনস্টল হবেনা বরং তাকে Add-on/hotfix হিসেবে তৈরি করতে হবে। আমরা সেই এড-অন তৈরি করা শিখব। এজন্য বিভিন্ন ধরনের সফটওয়ার আছে। এর মধ্যে Add-on Maker - (এব্যপারে নিচে আলোচনা করা হয়েছে ) নামের ছোট্ট একটা সফটওয়ার আছে যা খুবই সহজ ভাবে কাজ করতে সাহায্য করে। সফওয়ারটি ইনস্টল করে নিন। এবার আপনার প্রয়োজনীয় সফটওয়ার যেটাকে Add-on হিসেব তৈরি করবেন তা একটি ফোল্ডারে কপি করে রাখুন। নিচে আমি ফায়ারফক্সের Add ons তৈরি করে দেখালাম।
১। প্রথমে Software টিকে রিনেম করে এক শব্দে ( নামের মাঝখানে ফাঁকা না রেখে ) করে ফেলুন। এবার Softwareটিকে যে ফোল্ডারে রেখেছেন তার উপর রাইট ক্লিক করে মেন্যু থেকে Add-on Maker সিলেক্ট করুন।
২। তারপর নিচের ছবিতে চিহ্নিত ঘরগুলো ভালভাবে পূরণ করুন। চিহ্নিত ঘরগুলো ছাড়া বাকি ঘরগুলো পূরণ করা না করাতে কিছু আসে যায়না। তা আপনার পছন্দমত করতে পারেন।
Compress 7-Zip এ ঠিক মার্ক দিন।
Compression level: এখানে Normal সিলেক্ট করে দিন।
Installtion File: এখানে আপনার সফটওয়ারটি সিলেক্ট করে দিন।
Command for Silent Installation:
এখানে ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করলে বেশ কিছু কমান্ড সুইচ পাবেন। ওখান থেকে সফটওয়ারটির জন্য প্রয়োজনীয় কমান্ডটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করা কমান্ডটি নিচের ঘরে দেখতে পাবেন। অথবা কমান্ডের ঘরে আপনার পছন্দমত কমান্ড দিতে পারেন। যেমন আমি দিলাম –ms। এটি ফায়ারফক্সের সাইলেন্ট কমান্ড। কমান্ড সুইচ ছাড়া সাইলেন্ট ইনস্টল হবে না। (কমান্ড সুইচ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার সাইলেন্ট ইনস্টলেশন পোস্টটি পড়ুন।)
কাজ শেষে Make File এ ক্লিক করে কোথায় সেভ করবেন তা ঠিক করে দিন। কিছুক্ষণের মধ্যে আপনার এড-অনটি তৈরি হয়ে যাবে যার এক্সটেনশন হবে .cab। কাজ শেষ হলে OK দিন। এ .cab ফাইলটাকেই আপনি Add-on/hotfixহিসেবে ব্যবহার করতে পারবেন।
টেষ্ট করুনঃ Add-on টি ঠিকভাবে হয়েছে কিনা তা দেখার জন্য পরীক্ষা করে দেখতে পারেন। না হয় আবার উইন্ডোজ ইনস্টলের সময় সেটাপ না হলে কিছুই করার থাকবে না। এ জন্য .cab
ফাইলটাকে এক্সট্রাক্ট করুন যেকোন জিপ সফটওয়ার (যেমন 7zip)
দিয়ে। এক্সট্রাক্ট করার পর svcpack নামের একটা ফোল্ডারে .exe ফাইলটি পাবেন। এটাকে ডাবল ক্লিক করে দেখুন। যদি এটা সাইলেন্ট ইনস্টল হয় তা হলে বুঝবেন আপনার কাজ হয়েছে। অন্যথায় আপনার কমান্ড সুইচ পরিবর্তন করতে হবে। আপনি রেডিমেট এরকম অনেক Add-on ডাউনলোড করতে পারেনWinaddons নামের সাইটটি থেকে।
এছাড়া XP Add ON তৈরি নিয়ে SFX Maker এর পোষ্টটি পড়তে পারেন। এছাড়া পড়তে পারেন Customize XP'র উপর সম্পূর্ণ টিউটোরিয়াল
তৈরি করি মনের মত এক্সপি সিডি
Download: Homepage,