*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label Internet Tips. Show all posts
Showing posts with label Internet Tips. Show all posts

How do e-mail will be sent back ? / পাঠানো ইমেইল ফেরত আনবেন কীভাবে ?

How do e-mail will be sent back ? / পাঠানো ইমেইল ফেরত আনবেন কীভাবে ?


জিমেইল ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা রেখেছে গুগল। ভুল করে কারও ঠিকানায় মেইল পাঠিয়ে ফেললে দ্রুততম সময়ে তা আবার ফেরত আনার ব্যবস্থাও রয়েছে। অনেকেই জিমেইল ব্যবহার করেন কিন্তু দরকারি কিছু ফিচারের কথা জানা থাকলে তা কাজে লাগাতে পারেন। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের এক ভিডিওতে জিমেইলের কিছু ফিচারের কথা তুলে ধরা হয়েছে।

Read More »

Signature on Gmail / জিমেইলে সই করুন

 Signature on Gmail / জিমেইলে সই করুন

যখন কোনো ই-মেইল আসে তখন দেখা যায় অনেকের মেইলের নিচে সুন্দর করে তার নাম, ঠিকানা, পেশা ইত্যাদি লেখা থাকে। একেই বলে ই-মেইল সই। আপনি যখন কাউকে ই-মেইল করেন তখন নিউ ই-মেইল বা কম্পোজ পেজ খুলে ই-মেইল লিখে এর শেষে আপনার নাম, পরিচয় লেখেন। আপনি যদি প্রতিদিন অনেক ই-মেইল করেন তাহলে প্রতিবার মেইল লেখার পর নিচে আপনার নাম, পরিচয় দিতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়। আপনি চাইলে আপনার ই-মেইলের নিউ ই-মেইল বা কম্পোজ পেজে আগে থেকেই আপনার নাম, পরিচয় লিখে রাখতে পারেন। তাহলে আপনি যতবারই ই-মেইল করেন না কেন এই নাম-পরিচয় ব্যবহার করতে পারবেন। বারবার আপনি নাম-পরিচয় লেখার হাত থেকে বেঁচে যাবেন এবং এতে আপনার অনেক সময়ও বাঁচবে। স্বাক্ষর যোগ করতে প্রথমে জিমেইলে লগইন করে ওপরে ডান পাশে আপনার নাম বা ই-মেইল অ্যাড্রেসের নিচে Settings আইকন থেকে Settings-এ ক্লিক করুন বা সরাসরি https://mail.google.com/mail/u/0/ #settings/general ঠিকানায় যান। এখন নিচে Signature: এর পাশে No signature এর নিচের বাটনটি নির্বাচন করুন এবং নিচের বক্সে আপনার পছন্দমতো নাম-পরিচয় লিখে সবার নিচে Save changes বাটনে ক্লিক করুন। এখন আপনার জিমেইল কম্পোজ পেজে গিয়ে দেখুন আপনার নাম-পরিচয় লেখা দেখাবে। l 
Read More »

Advantage of Google chrome / গুগল ক্রোমের যত সুবিধা

Advantage of Google chrome / গুগল ক্রোমের যত সুবিধা

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার গুগল ক্রোমে সাধারণ ব্যবহারকারীর কাজের সুবিধা বাড়াতে প্রতিনিয়ত হালনাগাদ হয়। তেমন কিছু সুবিধা এবং কৌশল শিখে নিলে দরকারি কাজগুলো আরও দ্রুত সমাধা করা যাবে। কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার না থাকলে https://goo.gl/nzcoFm ঠিকানা থেকে অফলাইন ইনস্টলারটি নামিয়ে নিন। এরপর কম্পিউটারে ইনস্টল করুন।
টেনে ধরে সার্চ: ক্রোমে কোনো তথ্য বা প্রবন্ধ খুঁজতে বা পড়তে গিয়ে নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চাইছেন। সেটিকে আলাদা ট্যাবে লিখে সার্চ না করেই সেটি সম্পর্কে জানা যায়। সে জন্য কাঙ্ক্ষিত বিষয়ের লেখাগুলোকে মাউস দিয়ে নির্বাচন করে তাতে আবার মাউসের বাঁ বোতাম চেপে ধরে টেনে (ড্রাগ) আরেকটি ট্যাবে ছেড়ে দিলে গুগল সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখাবে।
সাম্প্রতিক পাতা: CTRL + H চাপলে সাম্প্রতিক ব্যবহৃত পাতাগুলোকে হিস্ট্রিতে খুলে দেখায়। কিন্তু হিস্ট্রি পাতায় না গিয়েও শুধু মাউস ক্লিক করেই সাম্প্রতিক পাতা দেখা যায়। এ জন্য ক্রোম ব্রাউজারের ডানের কর্নারে থাকা ব্যাক বাটনে মাউসের বাঁ বোতাম চেপে ধরে রাখলে সাম্প্রতিক ব্যবহার করা পেজকে দেখা যাবে এবং প্রয়োজন মতো তাতে ক্লিক করে সেখানে যাওয়া যাবে।
Read More »

Online Bangla Font to Unicode Font Converter / ফন্ট রূপান্তর সহজে

Online Bangla Font to Unicode Font Converter / ফন্ট রূপান্তর সহজে

 ওয়েবসাইটে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ফন্ট ব্যবহার করা হয়। বিজয় কি-বোর্ডের বোতামগুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফটওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোডে বাংলা লিখতে মাঝেমধ্যে সমস্যা হয়। যেমন কোন বোতাম চাপলে কোন অক্ষর লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড লে-আউটের সাহায্য নিতে হয়।

ইচ্ছা করলে খুব সহজেই একটি ওয়েবসাইটের সাহায্যে বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্টে রূপান্তর করা সম্ভব। আবার একইভাবে অভ্র ইউনিকোড দিয়ে লেখা বাংলাকে বিজয় ফন্টে রূপান্তরও করা যাবে। এ জন্য প্রথমে www.banglaconverter.com ঠিকানায় যান। তারপর বাঁ পাশের টেক্সটবক্সে বিজয় ফন্ট দিয়ে লেখাগুলো পেস্ট করে বা ডান পাশের টেক্সটবক্সে ইউনিকোড দিয়ে লেখাগুলো পেস্ট করে কনভার্ট বিজয় টু ইউনিকোড বা কনভার্ট ইউনিকোড টু বিজয় বাটনে ক্লিক করুন।
Read More »

অফলাইনে দেখুন জিমেইল / You can see Gmail on off line

 কম্পিউটারে বসে ইন্টারনেটে কাজ করছেন। হঠাৎ ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা গতি খুব ধীর। কিন্তু জিমেইল খুলে দেখা দরকার। কী করবেন?
জিমেইলের অফলাইন মোড নামে একটি সুবিধা আছে, যেটা সক্রিয় রেখে ইন্টারনেট সংযোগ ছাড়া অর্থাৎ অফলাইনেও জিমেইল দেখে নিতে পারবেন।
প্রথমে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার জিমেইলে ঢুকুন। এবার   https://goo.gl/pfLjEa   ঠিকানায় গিয়ে ওপরে ডান পাশ থেকে Add to Chrome–এ ক্লিক করুন। ছোট একটি সফটওয়্যার ইনস্টল করতে বললে ইনস্টল করুন। এখন ওপরে ডান পাশ থেকে Visit Website-এ ক্লিক করুন। নতুন পেজ এলে Allow offline mail নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। এখন অফলাইন মোডে আপনার জিমেইলের ইনবক্স দেখতে পাবেন। এই পেজটিই হলো অফলাইন মোডে জিমেইল।
সম্পূর্ণ জিমেইল অর্থাৎ ইনবক্স, আউটবক্স, সেন্ট মেইল, ড্রাফ্টস, ক্যালেন্ডার, ডকস, স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে ওপরে বাম পাশে Menu–এ ক্লিক করুন। কারও কাছে ই-মেইল পাঠাতে হলে Compose আইকনে ক্লিক করে পাঠাতে পারবেন।
Compose-এ ক্লিক করে মেইলটি লিখে Send-এ ক্লিক করলে আপনার ই-মেইলটি যাওয়ার জন্য রেডি হয়ে আউটবক্সে থেকে যাবে। যখনই আপনার ব্রাউজার ইন্টারনেট সংযোগ পাবে সঙ্গে সঙ্গে আপনার মেইলটি চলে যাবে।
Read More »

Badiuzzaman ( Rubel )