*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label Internet Tips. Show all posts
Showing posts with label Internet Tips. Show all posts

ক্রোম ব্রাউজার সমস্যা করলে

 জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম কখনো-সখনো কিছু যন্ত্রে বা উইন্ডোজে চলতে গিয়ে হুট করেই সমস্যা তৈরি করতে পারে। এমন কিছু সমস্যার সমাধান দেওয়া হলো।
ক্রোম ধীরে চললে: কখনো গুগল ক্রোম ব্রাউজার ধীরে চললে হার্ডওয়্যার এক্সিলেরেশান ফিচারকে নিষ্ক্রিয় করে দিলে গতি বাড়ানো যাবে। এ জন্য অমনিবক্সে (অ্যাড্রেসবার) chrome://settings লিখে এন্টার করলে সেটিংসে খুলে যাবে। এবার Show advanced settings এ ক্লিক করে System এর অধীনে থাকা Use hardware acceleration when available এর পাশের টিক চিহ্ন তুলে দিয়ে ক্রোমকে পুনরায় চালু করে নিন।
ফন্টে সমস্যা হলে: কখনো ক্রোমে ওয়েবসাইট দেখতে গিয়ে ফন্ট এলোমেলো দেখা গেলে ফ্লাগস থেকে ডিরেক্ট রাইট ফ্লাগকে নিষ্ক্রিয় করে দিতে হবে। এ জন্য অমনিবক্সে chrome://flags লিখে এন্টার চাপুন। CTRL + F চাপলে এই পাতাতে ফ্লাগস খোঁজার জন্য সার্চ বক্স আসবে, তাতে Disable DirectWrite লিখুন। এবার Disable DirectWrite খুঁজে নিয়ে Enable করে দিন।
Read More »

হার্ডডিস্কে জিমেইল ব্যাকআপ

 হার্ডডিস্কে জিমেইল ব্যাকআপ



ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য জিমেইল ইনবক্স ও সেন্ট আইটেমের মেইলগুলোর ব্যাক-আপ কম্পিউটারে ডাউনলোড এবং সংরক্ষণ করে রাখা যায়। এ জন্য কম্পিউটারে জিমেইল ব্যাক-আপ নামের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। www.gmail-backup.com -এর মেনু বারের Download -এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। 
Or    Gmail Backup software  সফটওয়্যারটি প্রথমে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। পরে এটি চালু করে জিমেইলের ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। এখানেই ব্যাকআপের স্থান, কোন সময়কালের ডেটা ব্যাকআপ নিতে চান তাও নির্দিষ্ট করা যাবে। এবার সর্বশেষ ইধপশঁঢ় বোতামে ক্লিক করুন। এবার নির্দিষ্ট ড্রাইভে ব্যাকআপ সংরক্ষণ হতে থাকবে। মেইলের ইনবক্সে থাকা ফাইলগুলোর ওপর নির্ভর করে ব্যাকআপ ডাউনলোড সম্পূর্ণ হবে। ব্যাকআপ সম্পূর্ণ হলে সফটওয়্যারটি নোটিফিকেশন দেবে। এবার নির্দিষ্ট ড্রাইভে গেলে জিমেইলের ব্যাকআপ ফাইলটি দেখতে পাবেন। একে ইচ্ছামতো ড্রাইভে নিয়ে সংরক্ষণ করে রাখুন। মেইল ব্যাক-আপ ফোল্ডারটিতে একেকটি মেইল আউটলুক এক্সপ্রেস মেইল ফরম্যাটে দেখাবে। চাইলে কম্পিউটারে এ ফরম্যাটের মেইলগুলো যেমন পড়তে পারবেন, তেমনি এখান থেকে অ্যাটাচমেন্ট ফাইলগুলোও আলাদা করে নিতে পারবেন।   ব্যাকআপ রিস্টোর কম্পিউটারে ব্যাকআপ সেভ করে রাখার পাশাপাশি চাইলে ইমেইলে এ ব্যাকআপ রিস্টোরও করতে পারবেন। এ জন্য প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। এবার ব্যাকআপ থাকা ফোল্ডারটি নির্দিষ্ট করে দিয়ে মেইল ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন। এরপর restore বোতামে ক্লিক করুন। ব্যাকআপটি মেইলে আপলোড হয়ে যাবে। 
Read More »

IDM এর বিকল্প কিন্তু অনেক বেশি ফিচারসমৃদ্ধ একটা ডাউনলোডার

এ কথা স্বীকার না করলেই নয় যে যেকোন ধরনের ডাউনলোডের ক্ষেত্রে IDM এর বিকল্প নেই। এতদিন আমি IDM ই ব্যবহার করতাম। কিন্তু ইদানীং পিসি অন হবার পরেই ফেক সিরিয়ালের এলার্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। শুধু তা নয় কোন ফাইল ডাউনলোড করতে গেলেই সেই লিংক IDM গ্র্যাব করে ফেলে। তারপর ডাউনলোড তো করেই না বরং ফেক সিরিয়ালের এলার্ট দেখায়। যার কারণে পরে আর সে ফাইল ডাউনলোডই করা যায় না। বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলাম IDM ই আর ব্যবহার করব না। কিন্তু নাহয় আর ব্যবহার করলাম না কিন্তু ডাউনলোডার তো ব্যবহার করতে হবে? তাই বিকল্প খুঁজতে লাগলাম। ব্লগে এর আগেও JDownloader নিয়ে কিছু পোস্ট দেখেছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম এটাই ব্যবহার করে দেখি। ব্যবহার করে ভালই লাগল, বলতে গেলে একেবারে ফ্যান হয়ে গেলাম। IDM এর নতুন ভার্সনগুলোতে যেখানে ফ্ল্যাশ ভিডিও ডাউনলোড করা ছাড়া আর কোন বড় ধরনের অপশন নেই সেখানে JDownloader এ প্রত্যেক ফাইল হোস্টিং সাইটের জন্য এড-অন আছে। যার ফলে কোন ফাইল ডাউনলোডের জন্যই অহেতুক অপেক্ষা করতে হয় না।
Read More »

ফেইসবুকে মোবাইল শেয়ার লিংক তৈরী ও ছোট করা

ইদানিং ফেইসবুকে বেশির ভাগ পেইজে কোন স্ট্যাটাস এর নিচে দেওয়া থাকে মোবাইল শেয়ার লিংক। দেখুন কি ভাবে ফেইসবুকে মোবাইল শেয়ার লিংক তৈরী করা যায়।
১ম ধাপঃ
সর্ব প্রথম আপনাকে যা করতে হবে,তা হল আপনার পোস্টের লিঙ্কের শুরুতে http://www.facebook.com/share.php?u এই লেখাটুকু লিখতে হবে,লিখে php?u এর পর একটা সমান ( = ) চিহ্ন দিতে হবে। এই রকম হবে দেখতে php?u=
২য় ধাপঃ
Read More »

গুগল ক্রোমে ওয়েব পেজকে পিডিএফে সংরক্ষন করুন ঝামেলা ছাড়াই

নানা প্রয়োজনে আমরা অনেক ধরনের ওয়েব পেজ সেভ করে থাকি। কিছু দিন পর পেজটি খুলতে গিয়ে দেখা যায় তা ওপেন হচ্ছে না। অনেক খুঁজে হয়ত আপনি পেজটি বের করেছিলেন। মনটা তখন কেমন হবে। হয়ত কোন কারনে সোর্স ফোল্ডারটি মিসি হয়েছে, যে কারনে আপনাকে ভুগান্তিতে পড়তে হচ্ছে। যদি আপনি পেজটির পিডিএফ ফরমেট থাকত তাহলে তো কোন ভুগান্তি ছিল না।
খুব সহজেই আপনি ওয়েব পেজ পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। এ জন্যে আপনার বাড়তি কোন কিছু ইন্সটল করতে হবে না। শুধু আপনার গুগল ক্রম ব্রাউজার ই যথেষ্ট। প্রথমে
Read More »

Badiuzzaman ( Rubel )