*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
*** IT সম্পর্কে দক্ষ হতে চান ? ** তাহলে নিয়মিত Visit করুন .... IT Knowledge School **** টেকপ্রেমী : বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label Blog Site Developer. Show all posts
Showing posts with label Blog Site Developer. Show all posts

Blogger দিয়ে পরিপূর্ণ ব্লগ তৈরী (ধারাবাহিক পর্ব - ২)

আপনারা হয়তো জানেন যে, কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কাজের জন্য ব্লগ তৈরী করার সবচেয়ে সহজ প্লাটফর্ম হচ্ছে Google এর Blogger. খুব সহজে এবং কোন প্রকার ওয়েব ডেভেলপমেন্ট জ্ঞান ছাড়াই ব্লগার দিয়ে সহজে ব্লগ তৈরী করা যায়। তাছাড়া এটি Google কোম্পানির হওয়াতে কোন প্রকার সংকোচ ছাড়াই ব্লগিং চালিয়ে যেতে পারবেন।

প্রায় এক মাস হয়েছে আমরা এই ব্লগটি চালু করেছি। আপাতত আমাদের অন্য স্টাফরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমি নিজে একাই ব্লগিং চালিয়ে যাচ্ছি। তাই সময়ের অভাবে সব ধরনের পোষ্ট করা সম্ভব হচ্ছে না। যদিও এ পোষ্টটি ব্লগিং শুরুরদিকে করা উচিত ছিল কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো এগুলি সহজ ব্যাপার। তাই শুরুতে এ গুলি বাদ দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে অনেকের অনুরোধে ব্লগ তৈরী নিয়ে পোষ্ট করতে বাধ্য হলাম। আমাদের এই পোষ্টটি ধারাবহিকভাবে চলবে। প্রত্যেকটি পোষ্ট করার পর নিচের টেবিলে লিংক করে দেয়া হবে।
আজকের পর্বঃ ব্লগার ড্যাশবোর্ড পরিচিতি
Read More »

Blogger দিয়ে পরিপূর্ণ ব্লগ তৈরী (ধারাবাহিক পর্ব - ১)

আপনারা হয়তো জানেন যে, কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কাজের জন্য ব্লগ তৈরী করার সবচেয়ে সহজ প্লাটফর্ম হচ্ছে Google এর Blogger. খুব সহজে এবং কোন প্রকার ওয়েব ডেভেলপমেন্ট জ্ঞান ছাড়াই ব্লগার দিয়ে সহজে ব্লগ তৈরী করা যায়। তাছাড়া এটি Google কোম্পানির হওয়াতে কোন প্রকার সংকোচ ছাড়াই ব্লগিং চালিয়ে যেতে পারবেন।

প্রায় এক মাস হয়েছে আমরা এই ব্লগটি চালু করেছি। আপাতত আমাদের অন্য স্টাফরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমি নিজে একাই ব্লগিং চালিয়ে যাচ্ছি। তাই সময়ের অভাবে সব ধরনের পোষ্ট করা সম্ভব হচ্ছে না। যদিও এ পোষ্টটি ব্লগিং শুরুরদিকে করা উচিত ছিল কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো এগুলি সহজ ব্যাপার। তাই শুরুতে এ গুলি বাদ দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে অনেকের অনুরোধে ব্লগ তৈরী নিয়ে পোষ্ট করতে বাধ্য হলাম। আমাদের এই পোষ্টটি ধারাবহিকভাবে চলবে। প্রত্যেকটি পোষ্ট করার পর নিচের টেবিলে লিংক করে দেয়া হবে।
আজকের পর্বঃ ব্লগার দিয়ে ব্লগ তৈরী/রেজিষ্ট্রেশন
Read More »

ওয়েবপেজ থেকে কোনো কিছু কপি করা ঠেকাতে / In order to prevent any copy from website

IT জ্ঞান আহরণের জন্য আপনি নিয়মিত Visit করুন http://www.itknowledgeschool.blogspot.com


 ওয়েবপেজ থেকে কোনো কিছু কপি করা ঠেকাতে / In order to prevent any copy from website

অনেক ওয়েবসাইটের লেখা বা কোনো বিষয়বস্তু (কনটেন্ট) যে কেউ Ctrl +A চেপেই সবকিছু সিলেক্ট করে কপি করে নিতে পারে। যাঁদের ওয়েবসাইট তাঁরা হয়তো এটা চান না। কেননা, এর ফলে অনেক কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে।
ওয়েবপেজের কনটেন্ট কপি করা ঠেকানো যেতে পারে জাভাস্ক্রিপ্টে কয়েক লাইনে প্রোগ্রামিং সংকেত দিয়েই। এ সংকেত আপনার ওয়েবসাইটের হেড ট্যাগে যুক্ত করলেই সব পেজ থেকে Ctrl +A চেপে সিলেক্ট করে কপি করা বন্ধ করতে পারবেন।
প্রোগ্রামিং সংকেত:
<script type=”text/JavaScript”>
//courtesy of hostcoding.com
function killCopy(e){
return false
}
function reEnable(){
return true
}
document.onselectstart=new Function (“return false”)
if (window.sidebar){
document.onmousedown=killCopy
document.onclick=reEnable
}
</script>
Read More »

How to Install WordPress / ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

IT জ্ঞান আহরণের জন্য আপনি নিয়মিত Visit করুন http://www.itknowledgeschool.blogspot.com

 How to Install WordPress / ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

 ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। আউটসোর্সিংয়ের কাজ পওায়ার বাজারেও (মার্কেটপ্লেস) ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা। ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য তুলনামূলকভাবে অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। প্রোগ্রামিং না জেনেও এটি দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেস শেখার জন্য নিজের কম্পিউটারে এক্সঅ্যাম্প (xampp) সফটওয়্যারটি (সার্ভার) ইনস্টল করে তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়।

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে http://goo.gl/qC5dIr ঠিকানা থেকে এক্সঅ্যাম্প সফটওয়্যারটি কম্পিউটারে নামিয়ে নিতে হবে। এরপর ওটা ইনস্টল করুন। xampp Control panel খুলে Apache এবং MySQL-এর ডান পাশ থেকে Start-এ ক্লিক করে চালু করুন। পাশে Running লেখা থাকলে মনে করবেন চালু হয়েছে। আপনার কম্পিউটারে স্কাইপ চালু থাকলে অ্যাপাচি নাও চালু হতে পারে। তখন স্কাইপ লগ-আউট করে স্টার্টে ক্লিক করলে চালু হবে। আর যদি উইন্ডোজ ফায়ারওয়াল থেকে কোনো বার্তা আসে, তাহলে Allow Access-এ ক্লিক করুন।

এখন http://localhost/phpmyadmin ঠিকানার ওয়েবসাইটে যান। ভাষা নির্বাচন করতে বললে ইংরেজি বেছে নিন। তারপর ডেটাবেইস ক্লিক করুন। Create database-এ কোনো নাম (যেমন: database) লিখে Create বাটনে ক্লিক করুন। তাহলে database নামে একটি ডেটাবেইস তৈরি হয়ে যাবে।

এরপর http://wordpress.org/download ঠিকানা থেকে ওয়ার্ডপ্রেস নামিয়ে আনজিপ করে C: ড্রাইভের htdocs (C:/xampp/htdocs) ফোল্ডারে পেস্ট করুন। এখন আবার http://localhost/wordpress ঠিকানায় যান। তারপর Create a Configuration File-এ ক্লিক করে Let’s go!-এ ক্লিক করুন। নতুন পেজ খুললে Database Name-এ আপনার ডেটাবেইসের নাম (database) লিখুন। User Name-এ root লিখুন। Password-এ কোনো কিছু লেখার দরকার নেই। ফাঁকা রেখে দিন। আর কোনো কিছু পরিবর্তন না করে Submit বাটনে ক্লিক করুন। তারপর Run the install বাটনে ক্লিক করে নতুন পেজ ওপেন হলে Site Title-এ কোনো কিছু লিখুন। Username-এ admin এবং Password-এ দুবার পাসওয়ার্ড লিখুন। Your E-mail-এ আপনার ই-মেইল ঠিকানা লিখুন। এখন Install Wordpress-এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য http://localhost/wordpress/wp-login.php ঠিকানায় যান। এখানে Username-এ admin এবং Password-এ আপনার দেওয়া পাসওয়ার্ড লিখে Log In বাটনে ক্লিক করুন। তাহলে ওয়ার্ডপ্রেসে লগইন হয়ে যাবে। তারপর ড্যাশবোর্ড থেকে আপনার পছন্দমতো করে পোস্ট, পেজ যোগ করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি সাজাতে পারেন।
Read More »

Badiuzzaman ( Rubel )