সুপ্রিয় বন্ধুগন, এটা আমার প্রথম টিউন। আর আমার প্রথম টিউনে আপনাদের জন্য নিয়ে এলাম একটি উপহার। আশা করি কি বিষয়ে লিখছি তা হেডলাইন পড়ে কিছুটা আন্দাজ করতে পেরেছেন।
ইংরেজি ক্যালেন্ডারের তারিখ দেখে বার বলে দেয়া সত্যিই একটা আশ্চর্যের বিষয়। কিন্তু সহজ কিছু সুত্র ব্যবহার করে অতি সহজেই মনেমনে হিসাব করে বার বলে দিয়ে বন্ধুমহলের মন জয় করা এখন খুবই সহজ।
এর জন্য প্রয়োজন অল্প কিছু সুত্র এবং ৪ ও ৭ এর ঘরের নামতা মুখস্থ রাখা। যথেষ্ট অনুশীলনে বার বলে দিতে প্রয়োজনীয় সময় কমে আসবে ইনশাআল্লাহ্।